ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, ব্যাংকিং সেক্টরে সিলেট একটি গুরুত্বপ‚র্ণ অঞ্চল। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের এই অঞ্চলের প্রশাসনও খুব তৎপর। সিলেট অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো অগ্রসর করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নেয়ার কাজ করতে হবে। আমাদের চাকরির পরিচয়ে আমরা সর্বত্র ম‚ল্যায়ন পাচ্ছি, তাই আমােেদ উচিত সমাজ ও রাষ্ট্রকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
ব্যাংক অফিসার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন এর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধনায় বিদায়ী ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল সোমবার রাতে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার হল রুমে ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সভাপতি সৈয়দ মোহাম্মদ নকিব হোসেইন এর সভাপতিত্বে ও ব্যাংক অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আকতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেটের ইভিপি ও জোনাল প্রধান সিকদার মো. সিহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক খালেদ আহমদ, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক সহিদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, পূবালী ব্যাংকের এসপিও মো. আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার, এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক টিটু ওসমানী ও ইষ্টার্ন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ চৌধুরী তামান হাসিব প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমেদ ও শামসুদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুল হাদী।
বক্তাগণ বলেন, কাজী এনায়েত হোসেন একজন দক্ষ ও মানবিক ব্যাংকার। দেশপ্রেমিক ও নিবেদিত মানুষ হিসেবে তিনি প্রশংসিত।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি