ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সিটি করপোরেশনের মেয়রকে নগরীর বন্দর বাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর শুক্রবার (১৮ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আগামী ১ জানুয়ারী থেকে সড়কের সৌন্দর্য বর্ধনের নামে কিছু সংখ্যকের মটরযান নির্বিঘনে চলাচলের স্বার্থে বন্দর-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ পরিপন্থী।
এমনিতেই করোনায় বিপর্যস্থ শ্রমজীবীরা। কর্মসংস্থানে রিক্সা, ভ্যান চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করে এসব শ্রমজীবীদের একটি অংশ। রিক্সা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে শ্রমিকদের আয় কমে যাবে, অনেক শ্রমিক বেকার হয়ে যাবে। যা অমানবিক।
নগরীর প্রাণকেন্দ্র বন্দর-চৌহাট্টা। এই সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবেন ছোট, মাঝারি, বিপনি, বিতানের ব্যবসায়ীরা। এমনিতে এসব ব্যবসায়ীরা করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন।
বন্দর বাজার-চৌহাট্টা সড়কে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের প্রধান বাহন রিক্সা। ফলে রিক্সাচলাচল বন্ধ হওয়ার ফলে ভোগান্তিতে পড়বে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর, অভিভাবকরা।
বিবৃতিতে আবু জাফর বলেন, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শ্রমজীবী মানুষের আহার কেড়ে নয়, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা ছোট-মাঝারি ব্যবসায়ীর ক্ষতি করে নয়, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর স্বাভাবিক চলাচল বিঘন্ন করে নয়, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা মরনফাঁদে শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ এর মৃত্যুর মধ্য দিয়ে নয়।
তাই সিলেট সিটি করপোরেশনের মেয়র কে নগরীর বন্দর বাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানাই।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি