ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে মানববন্ধন কর্মসূচী আহবান করেছেন সিলেটের জাতীয় ভিত্তিক ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সমূহ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধনে মুক্তিযুদ্ধের চেতনার সকল মানুষ কে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মসূচীকে সফল করতে ২৯ নভেম্বর রোববার বিকেল ৪টায় সিলেটের সাংস্কৃতিক নেতৃবৃন্দের এক জরুরী সভা রিকাবীবাজারে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রানা কুমার সিন্হার সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার, সিলেট বিভাগের সমন্বয়কারী ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেছ বাবুল, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, খোয়াজ রহিম সবুজ, জাতীয় কবিতা পরিষদ, সিলেটের সাধারন সম্পাদক সাংবাদিক অপূর্ব শর্ম্মা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সাধারণ সম্পাদক সজল ছত্রী, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জল দাস, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম সুমন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, সিলেট বিভাগের সাধারন সম্পাদক নিলাঞ্জনা যুঁই, কবি বিমান তালুকদার, ইনোভেটরের সমন্বয়কারী আশরাফুল ইসলাম অনি প্রমুখ।
জরুরী সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাষ্কর্য নিয়ে হুমকি প্রদানকারী মামুনুল হক গংদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তারা পবিত্র ধর্মকে ব্যবহার করে উস্কানী ও বিভ্রান্তমূলক বক্তব্য প্রদান করে থাকে। বক্তারা বঙ্গবন্ধু ও সংবিধানকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
১ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চল, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগ, জাতীয় কবিতা পরিষদ সিলেট অঞ্চল, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা সিলেট বিভাগ, নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট জেলা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ সিলেট বিভাগ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি