তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে দক্ষভাবে দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মুজিববর্ষে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে লালন করে আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে এগিয়ে যাব এবং অচিরেই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
অনুষ্ঠানে সরকার ঘোষিত মুজিববর্ষের সাথে একাত্মতা ঘোষণা করে চেম্বার বিল্ডিংয়ে মুজিব শতবর্ষের বৃহৎ লোগো উন্মোচন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, শমশের জামাল, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক পরিচালক হিফজুর রহমান খান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মো. রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সভাপতি আল-আজাদ এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।