ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে সারাদেশের ন্যায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে পরিচালক লুবানা ইয়াসমিন এর পরিচালনায় মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশ নেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , সকল দলের উর্দ্ধে। তাঁকে অবমাননা করা মানে বাংলাদেশকে অস্বীকার করার সামীল। যার ডাকে বাংলাদেশের জণগণ জেগে উঠেছিল, যার হাত ধরে বাংলাদেশের জন্ম, তাঁকে অবমাননা করায়, আমরা নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে দীক্ষার জানাই। এমন মৌলবাদী গোষ্ঠীকে দমন করা না গেলে ভবিষ্যতে এদের ধৃষ্টতা দেখানোর সাহস বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যা উন্নত বিশ্বের কাছে অণুকরনীয় হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু সম্পন্ন করায় উইমেন চেম্বারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যবসায়ীরা সব সময় প্রধানমন্ত্রীর পাশে আছেন ও আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোন গোষ্ঠি এ ধরণের কার্যক্রম করলে তার সমুচিত জবাব দেবে ব্যবসায়ীরা বলে তিনি হুশিয়ারী দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আকতার রিয়া, নাসরিন বেগম, লুবানা ইয়াসমিন, সামসুন নাহার, সদস্য সাল-সাবিল মাহবুবা কান্তা, তাসনিম আকতার, খালেদা বেগম, স্বপ্না বেগম প্রমুখ।
সানডেসিলেটডটকম /১২ ডিসেম্বর ২০২০/রাই
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি