ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সা. এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৮ নভেম্বর ২০২০ রোববার বেলা দুইটার দিকে জকিগঞ্জ বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র হাজার হাজার অনুসারী ছাত্র জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সকাল থেকে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের লক্ষ্যে ছাত্র জনতা জমায়েত হয়। বাদ জোহর বিক্ষোভ মিছিলটি মাদরাসা প্রাঙ্গণ থেকে জকিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জকিগঞ্জ বাজারস্থ এম এ হক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম এবং উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ আশিকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র সুযোগ্য নাতি ও আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
হাবিবুর রহমান জাব্বিরের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, সিলেট জেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এহসান মো. শামীম, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, পৌর আল ইসলাহের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহান, উপজেলা আল ইসলাহের নির্বাহী সদস্য শাহীন আহমদ প্রমূখ। সভায় বক্তারা ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রনের ধৃষ্টতার তীব্র নিন্দা জানান এবং জনসাধারণকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল বাছিত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, কায়েছ মাহমুদ চৌধুরী শিপার, নির্বাহী সদস্য মাওলানা ময়নুল হক্ব, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মাছুম খান, বারহাল ইউপি সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন , বীরশ্রী ইউপি সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম, কাজলসার ইউপি সভাপতি মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালী, খলাছড়া ইউপি সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ বেউরী, জকিগঞ্জ ইউপি সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান, সুলতানপুর ইউপি সভাপতি হাফিজ হাবিবুর রহমান, কসকনকপুর ইউপি সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ, মানিকপুর ইউপি সভাপতি মাওলানা আব্দুর রহমান, রতনগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত, তালামীযে ইসলামিয়ার উপজেলা সাধারণ সম্পাদক আবু সায়িদ আশিক, পৌর সভাপতি হুছাইন আহমদ, প্রাক্তন উপজেলা সভাপতি মাওলানা এম. এ হালিম লিমন, কানাইঘাট আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ চৌধুরী প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি