ঢাকা ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
বিশ্বনাথ প্রতিবেদকঃ ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে সারা দেশের ন্যায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর বাজার। সোমবার সকালে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় ১১টি বিভিন্ন সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন শত শত মুসলিম জনতা।
সভায় বক্তারা বলেন, ফ্রান্স সরকার বিশ্ব নবী মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র করে বাংলাদেশসহ বিশ্বের মুসলামদের অন্তরে আঘাত দিয়েছে। আমরা ফ্রান্স সরকারকে জানিয়ে দিতে চাই, অভিলম্বে মুসলমানদের কাছে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ ও সকল পর্ণ্য বর্জন করা হবে। তাছাড়া মুসলমানদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।
জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি শেখ মোমিন মর্তুজা শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদ এবং সিনিয়র সদস্য আমির আলী যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুরুয়া আলিম মাদ্রাসা সুপার মাওলানা আখতার আলী, শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাসার সুপার শেখ সাহিদুর রহমান, হযরত আব্দুল কাদির জিলানী (রহ:) ইসলামী ইন্সটিটিউটের অধ্যক্ষ মাও: আবুল হোসেন, বিশ্বনাথ পৌর আল ইসলাহর সদস্য সচিব শেখ শাহজাহান, রশিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: আব্দুল জলিল, হিমিদপুর মসজিদের খতিব মাও: মামুন শাহরিয়ার, উত্তর ধর্মদা মসজিদের খতিব হাফিজ কয়েছ আহমদ,আলী নগর সাবসেন জামে মসজিদের খতিব, মাওলানা নেছার উদ্দিন, ছানী ইমাম কারি আশরাফ আলী, ইউপি সদস্য আব্দুস শহিদ আব্দুল মুমিন মামুন, সংগঠক সাহিবুর রহমান সালাম, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান, মনির আহমদ, সুহেল আহমদ, মো.দয়াল উদ্দিন ইমাদ তালুকদার, সুমন মাও, রিপন আহমদ, ফয়জুল ইসলাম জয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী হিরণ মিয়া, শেখ মো. নুর মিয়া, জনমঙ্গল ঈদগাহ কমিটির মোতাওয়াল্লী ইন্তাজ আলী, শেখ মনির মিয়া, হাজি ধন মিয়া, মাসুক মিয়া, সেলিম মিয়া, মজনু মিয়া, মনোফর আলী, ফারুক আহমদ, তৈমুছ আলী, মুজিবুর রহমান বাছন, ছোরাব আলী, আছাই মিয়া, আরজমন্দর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান আহমদ সুমন, সুবেল চৌধুরী, রফিক মিয়া, আব্দুল খালিক, জসিম আলী, শেখ ফজর রহমান। জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির, সহ-সভাপতি সুহেল রানা, সালেক আহমদ, ইমরান হোসেন, মুহিব উদ্দিন সুজাত, রায়হান আহমদ, আজিজুর রহমান মস্তফা। সহ-সাধারণ সম্পাদক, শিবলু আহমদ, নুরুল ইসলাম মুবিন, রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, শেখ রাহিন আহমদ, প্রচার সম্পাদক মশাহিদ আলী, শেখ আবজল হোসেন। সদস্য আব্দুল কাউসার সাজন, সেবুল মিয়া, আব্দুন নুর, জাহাঙ্গীর আলী, মাছুম মিয়া, আশরাফুল, মাছুম মিয়া, তোফায়েল হোসেন, মমশির আলী, সজ্জাদ আলী, জাহেদ আহমদ, জামাল উদ্দিন, হেলাল, সেলিম, রায়হান আহমদ, ইকবাল হোসেন, শানুর আলী, সুমন আহমদ, রফিক আলী, আলী হোসেন, রেজওয়ান আহমদ, খালেদ আহমদ, আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম, মকবুল হোসেন, রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় ব্যানার নিয়ে যে সংগঠন গুলো উপস্থিত ছিল, ইউডিসি উত্তর ধর্মদা ক্লাব, কুতুবপুর গ্রামবাসী, মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, এইচ পি রয়েল ক্রিকেট ক্লাব হিমিদ পুর, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা হিমিদপুর, অগ্রযাত্রা অয়েল ফেয়ার এসোসিয়েশন রামপুর (দুলালী), তাজমহর গ্রামবাসী, ন্যাশনাল স্পোটিং ক্লাব আলী নগর সাবসেন, বেতসান্দি ফকিরের গাঁও যুবসংঘ, রশিদপুর গ্রামবাসী, পিএসপি আইডিয়াল এসোসিয়েশন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি