ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ আবারো করোনা ভাইরাসে(কভিড-১৯) আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে বলেন, গত রোববার (৭ ফেব্রুয়ারি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দেয়া নমুনা পরীক্ষারপরগতকাল মঙ্গলবার রাতে রিপোর্ট পজেটিভ আসে।
ডা. জাহিদুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে শরীরে একটু ব্যথা অনুভব করায় এবং কাশি থাকায় টেস্টের জন্য রোববার নমুনা দেই। বর্তমানে খাবারের রুচি নেই, কাশি ও হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই।
এর আগে গত বছরের ২৪ জুলাই ডা.জাহিদুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যরা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। এ সময় তাঁর বাবা নজরুল ইসলাম, মা (৭৫) ও স্ত্রী (৪৫) পজেটিভ শনাক্ত হন।
জাহিদুল ইসলামের বাবা নজরুল ইসলাম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশেন সেন্টারে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি