ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতা এবং শুভাকাক্সিক্ষরা।
আসাদ উদ্দিনের শুভেচ্ছাঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বেলা আড়াইটায় ক্লাব কার্যালয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবীণ-নবীনদের সম্মিলনে একটি নেতৃত্বশীল কমিটি উপহার দিয়েছেন জেলা প্রেসক্লাব সদস্যরা। এই নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে। তিনি বলেন, রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সম্পর্ক সবসময় লক্ষণীয়। তাই প্রত্যেকটি ক্ষেত্রে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জগন্নাথপুর উপজেলা সমিতির শুভেচ্ছাঃ সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গতকাল বেলা ৩টায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। সমিতির সিনিয়র সহসভাপতি মো. আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ মো. কোহিনূর রহমান সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়ের দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস. সুটন সিংহ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ আহমদ, মিঠু দাস জয় ও ক্লাব সদস্য দিব্য জ্যোতি সী।
সানডেসিলেটডটকম /১৫ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি