সানডে সিলেট প্রতিবেদন: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ : আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে জার্মানি যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, জন হপকিনস্ ইউনিভার্সিটির ফেকাল্টি মেম্বার, রূপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সীমান্তিক এর চীফ পেট্রোন,বিশিষ্ট অর্থনীতিবিদ,মিডিয়া ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযুদ্ধা ড.আহমদ আল কবির ।
আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশ সফর।
জানা গেছে, মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার/রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাত্ হবে। তিনি সেখানে অন্যান্য ইস্যুর মধ্যে চলমান রোহিঙ্গা সংকট ও এর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরতে পারেন।