ঢাকা ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
সানডেসিলেটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত শীতবস্ত্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।৪ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় করেরপাড়াস্থ সিটি মডেল স্কুল মাঠে ৮নং ওয়ার্ডের প্রায় ৭০০ গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামীলীগ নেতা সুদীপ দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সিদ্দিক আলী তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, মহানগর আওয়ামীলীগ নেতা সাব্বির খান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়ফুল রাজা বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক মীর আব্দুল করিম ছাকি, সাংগঠনিক সম্পাদক সন্তোষ দেব, সিলেট মহানগর যুবলীগ নেতা ফয়সল কাদির পাওয়েল, পাঠাটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদ, সিটি মডেল স্কুলের পরিচালক আশরাফুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগ নেতা খালেদ খান, টিটু দেব, নিতিশ রঞ্জন দাস অপু, নুরুল ইসলাম সুহেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামাবাদ জামে মসজিদের সানি ইমাম হাফিজ আব্দুল মালেক।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি