ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
নিজস্ব প্রতেবদকঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়ন হচ্ছে। যার সুফল পাচ্ছে দেশের মানুষ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের গরীব, অসহায়, মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় থাকলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির-তাহির মেমেরিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আজম খানের সভাপতিত্বে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান, জহির-তাহির মেমেরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত, মহানগর কৃষকলীগের যুগ্ম সম্পাদক শমসের সিরাজ সুহেল।
বিশেষ অতিথির বক্তব্যে আধ্যাপক জাকির হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এড. বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল মান্নান, জুয়েল আহমদ, আব্দুল আহাদ, আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, ময়নুল হোসেন, ফজলুল হক, শওকত আলী, এনামুর রহমান, আব্দুল মতিন চৌধুরী, জয়নাল আহমদ জানু, ফয়সল মাহমুদ মগনী, আলমগীর হোসেন, কবির আহমদ, বিনেশ কর দুলু, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মুমিনুল হক বকুল, মুহিবুর রহমান মুহিত, বিপ্লব আচার্য্য, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ আমিন আহমদ, দিপংকর টিপু প্রমুখ।
সানডেসিলেটডটকম /২৯ ডিসেম্বর
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি