ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আবারো বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। নৌকা প্রতিকে ১৩হাজার ৬শত ৯৭ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. অলিউর রহমান ৩হাজার ৭শত ৩৩ভোট পেয়েছেন।
সারাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারে আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে ২৯ জানুয়ারি দুপুরে বিএনপি মনোনিত প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন বর্জন করেন।
নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি