ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ ব্যবসা হচ্ছে ইবাদত । সৎ ব্যবসার মাধ্যমে নিজে যেমন লাভবান হওয়া যায় তেমনি মানুষের সেবা করা যায়। মানসম্পন্ন পুষ্টি সম্পন্ন জিনিস সরবরাহ বা বিক্রির মাধ্যমে মানুষের সেবা করা যায়। পুষ্টিসম্মত খাবার শারিরীক সুস্থতার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের নতুন সংযোজন ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার মানুষের পুষ্টি চাহিদা পূরনে সক্ষম হবে।
নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ জিয়াউল করিম একথা বলেন।
মঙ্গলবার( ৯ফেব্রুয়ারী) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মামুন, সিলেট অঞ্চলের এরিয়া ম্যানেজার হেলাল উদ্দিনসহ সিলেট অঞ্চলের টেরিটরি সেলস এক্সিকিউটিভ স্থানীয় পরিবেশক বৃন্দ । অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মামুন তার বক্তব্যে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন গুণগত মান নিশ্চিত করা সহ বিক্রি বৃদ্ধির জন্য কোম্পানী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে এত তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার গুণগতমান ও বিশ্বের সর্বোৎকৃষ্ট দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফন্টেরা হতে ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার আমদানি করা হয় এবং সাশ্রয়ী মূল্যে গুণগতমানসম্পন্ন মিল্ক সবার কাছে পৌঁছে দেওয়া কোম্পানির মূল উদ্দেশ্য।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি