সানডে সিলেট ডেস্ক: বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনেই সিলেট শিক্ষা বোর্ডে ৩৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে এদিন কেউ বহিষ্কার হননি। গত বছরের তুলনায় এবার বেড়েছে অনুপস্থিতির হার। গত বছর প্রথমদিনে অনুপস্থিত ছিলো ২৬৫ জন।
অনুপস্থিতির মধ্যে সিলেট জেলায় ১৩৬ জন, হবিগঞ্জে ৬৫, মৌলভীবাজারে ৮১ ও সুনামগঞ্জে ৫৩ জন পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা শেষে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন- এ বছর অনুপস্থিতির হার বাড়লেও পরিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ১০৫ জন। সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কারের খবর আসেনি।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়- এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এক লাখ ৯ হাজার ২৫৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ৮৯২ শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর পরীক্ষার্থী ছিলো ৯৪ হাজার ১৫২ জন।
বোর্ডের উদ্যোগে এবার চারটি শক্তিশালী ভিজিল্যান্স টিম ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের দিয়ে গঠিত ৬০টি টিম কেন্দ্র পরিদর্শন করে।