ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং সিলেটের নব নিযুক্তি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে চাইনিজ উশু ফাইটার স্কুল ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন মন্ত্রীদ্বয়কে সিলেটে উশুর সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি উশু খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে সিলেটের সুনাম বৃদ্ধিতে তাদের সহযোগিতা চান। তিনি জানান শিক্ষার্থীদের পর্যাপ্ত সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী ও উশু খেলায় সিলেটের উন্নয়ন সম্ভব।
সংবর্ধনা প্রদানকালে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থা অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মার্শাল ওয়েছ, মো. আরিফ উদ্দীন (ওলি), রাজন তালুকদার, আমিনুল ইসলাম, শাহান আহমেদ, মুসলিম হাসান মিহাদ, মাছুম আহমদ হৃদয়, সাদিয়া আক্তার ইমরানা, শাপলা আক্তার, সাব্বির আহমদ, মো. শিমুল মিয়া, ইমু আক্তার, সুজন মিয়া, তোফায়েলের হোসেন, আরাফাত হোসেন,তানজিনা আক্তার, ফাহিম, ঈসমাইল, দিদারুল হক নয়ন। এছাড়াও চাইনিজ উশু ফাইটার স্কুল খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি