ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ হোয়াইট হাউজের পথে অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন। আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট পেলেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে বাইডেনের ‘ভাগ্য নিধারক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে নেভাদা অঙ্গরাজ্যকে। কেননা যে পাঁচটি অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি, তার মধ্যে শুধু এই একটি অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন তিনি। আর এই অঙ্গরাজ্যেই রয়েছে তার আকাঙ্ক্ষিত ৬টি ইলেকটোরাল ভোট।
এই অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় ৩টি ও নেভাদায় ৬টি মহামূল্যবান ইলেকটোরাল ভোট আছে। এই পাঁচ অঙ্গরাজ্যের চারটিতেই ট্রাম্প এগিয়ে রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রজেকশন অনুযায়ী, নেভাদায় ৭৫ শতাংশ ভোট গণনা হয়েছে, যার ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৮ হাজারের কিছু বেশি। এখানে জয় পেলে আকাঙ্ক্ষিত ৬টি ইলেকটোরাল কলেজ ভোটই হতে পারে বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার চাবিকাঠি।
অন্যদিকে আবারো প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে নেভাদাসহ পাঁচটি অঙ্গরাজ্যের সবই (৬০টি) ইলেকটোরাল ভোটই পেতে হবে।
২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।
এছাড়া পপুলার ভোটেও পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ১৮৭ ভোট। আর বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭৫ হাজার ৭৫৭ ভোট।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি