ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হিমাদ্রি শেখর রায় বলেছেন, বিশ্ব শান্তির জন্য অত্যন্ত সহায়ক নিম্বার্ক এর মূল্য লক্ষ্য হচ্ছে পরমত সুহিষ্ণুতা। বর্তমান উত্তপ্ত বিশে এটি অত্যন্ত প্রয়োজন। কেননা কুলশতা ও কালিমাকে দূর করে মানব আত্মাকে কল্যাণের দিকে ধাবিত করতেই কাজ করে নিম্বার্ক দর্শন। দ্বৈত-দ্বৈতবাধ একটি অনন্য পন্থা। এতে পরমত সহিষ্ণুতা রয়েছে। যা নিম্বার্ক দর্শনে আমরা পেয়ে থাকি। প্রেম ভালোবাসার মানবীয় গুণে গুনান্বিত নিম্বার্ক দর্শন।
তিনি শ্রী বিভূষিত জগদ্গুরু নিম্বার্কাচার্য্যরে ৫১১৬ তম জন্ম জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৩০ নভেম্ভর সোমবার বিকাল ৪টায় নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের ৩য় তলায় মিলনায়তনে বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবারো “বিশ্ব শান্তি নিম্বার্ক দর্শন” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্ব নিম্বার্ক পরিষদের সিলেটের উপদেষ্টা শ্রীযুক্ত প্রদীপ কুমান ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, আলোচক সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনাস হাবিব কলিন্স, সাংষ্কৃতিক কর্মী মো. বেলাল আহমদ প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি