ঢাকা ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ভগ্নিপতি, RTM AKT University এর প্রধান উপদেষ্টা, শিক্ষাবিদ, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর)রাত সাড়ে ৮টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)।
মৃত্যুকালে অধ্যাপক আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রাম।
অধ্যাপক আতফুল হাই শিবলী এক পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী নাজিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নার্সারী স্কুল এন্ড কলেজ এবং ঢাকা উইমেন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন; বর্তমানে বেসরকারি সংস্থা ইজঅঈ এর অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাঁর পুত্র শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বনানী জামে মসজিদে অধ্যাপক আতফুল হাই শিবলীর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি