ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কী কারণে তাদেরকে অব্যাহতি দেয়া হল- আওয়ামী লীগের পক্ষ থেকে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি