ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বরে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন অ্যাকশন (র্যাব)-৯। আজ রোববার ভোর সাড়ে ৬টায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৯ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়।
এএসপি কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা ইন্ডিয়া থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র্যাবের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানবপাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি