সানডে সিলেট : শনিবার, ২৭ জুন ২০২০ : সিলেট নগরীতে ৪১০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জন মুদি (৩৬) সিলেটের তারাপুর চা বাগানের প্রয়াত রবি মুদির ছেলে। র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।