ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ সিলেট নগরীর উত্তর কাজীটুলাস্থ একটি বাসায় সৈয়দা তামান্না বেগম নামের এক গৃহবধুকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর উত্তর কাজীটুলা এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নববধূর তামান্না বেগম এর পৈতৃক নিবাস দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকায়। তবে তারা বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন। আর পলাতক স্বামীর নাম মো. আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে তার ভোটার আইডি কার্ডে ঠিকানায় উল্লেখ আছে সিলেট সিটিকর্পোরেশনের বারুতখানা এলাকার নাম।
নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন জানান, রোববার দিবাগত রাত ৯টার একটু আগে তার বোনের সঙ্গে সর্বশেষ কথা বলেন তার মা। তখন কথাবার্তা ছিল স্বাভাবিক। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে তামান্না ও তার স্বামী আল মামুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি মামুনের আত্মীয় স্বজনের নম্বরও বন্ধ ছিল। এতে তাদের সন্দেহ হয়। দুপুরের দিকে পুলিশ নিয়ে কাজীটুলার অন্তরঙ্গ এ/৪ নম্বর ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান তারা। দরজা ভেঙে ভিতরে দেখেন বিছানায় তামান্নার লাশ।
তিনি জানান, গলায় কিছু পেঁচিয়ে ফাঁশ দিয়ে তামান্নাকে হত্যা করে তার স্বামী পালিয়েছে। গলায় তেমন দাগ আছে বলেও দেখা গেছে আর আর মাথার কাছে পাওয়া গেছে খোলা একটি কেক। পুলিশ এসে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম এর জন্য নয়ে গেছে।
এসএমপির মূখপাত্র এবিএম আশরাফ উল্লাহ তাহের সিলেট প্রতিদিনকে জানান, ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি