দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক ও অনলাইন পোর্টাল সিলেট প্রেসের সম্পাদক ফয়ছল খানের বাসায় নগদ সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর চারাদিঘীরপাড়স্থ আল আমিন ৬৭/বি নং বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে তার বড় ভাই কাউসার খান ঘরের দরোজা খোলা রেখে বাহিরে যান। এসময় ফয়ছল খান ঘুমের মধ্যে ছিলেন। এ সুযোগ চুরেরা ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ১৮ হাজার টাকা, মোবাইল (স্যামসাং জে ৭ ম্যাক্স, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা, হাওয়াই স্মার্ট ফোন যার মূল্য ১৩ হাজার টাকা), ক্যামেরা (কেনন ডিএসএলআর ডি-৬০০, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, এক ভরি ৩ আনা স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা) সহ প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরের আনাগুনা টের পেয়ে হঠাৎ সাংবাদিক ফয়ছলের ঘুম ভেঙ্গে যায় এবং তিনি বুঝে উঠার আগে তারা পালিয়ে যায়। এসময় সাংবাদিক ফয়ছল সহ এলাকার লোকজন তাদের পিছু নিলেও চুর চক্রের একজন সদস্যকেও আটক করা যায়নি।
এব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক ফয়ছল খান।