ঢাকা ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন,
আমৃত্যু দেশ ও দলের জন্য কাজ করে যেতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন, সেখানে স্বেচ্ছাসেবক লীগের অর্পিত দায়িত্ব পালনে আমরণ কাজ করে যাবো।
যেকোন অপশক্তির মোকাবেলায় দলীয় নেতাকর্মীকে প্রস্তত থাকার আহবান জানিয়েছেন তিনি ।
সুব্রত পুরকায়স্থ স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন ।
বুধবার(৪নভেম্বর) দুপুরে তিনি বিমান যোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে দলটির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর এলাকা ।
এসময় সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগর সাবেক সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামীলীগ নেতা বিধান কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবলীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু সহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি