ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পৌষের হাড় কাঁপানো শীতের মুহুর্তে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহতি উদ্যোগ। আমাদের মানবিকগুনাবলী সম্পন্ন মানুষরা নীরবে নিভৃতে শীতার্ত ও ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আতিথেয়তাপ্রবণ ও দানশীল। শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।
তিনি শনিবার (২৬ ডিসেম্বর ) মধ্যরাতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিবার ও প্রবাসী বন্ধু-বান্ধবের উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে শীতার্ত ৫’শতাধিক অসহায় মানুষদের মধ্যে শাল ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
শীতবস্ত্র শাল বিতরণকালে আব্দুর রহমান রিপন বলেন, পৃথিবীতে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। সমাজের দুস্থ অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
শাল ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা ভানু লাল দাস, সাফায়েত খান, সায়মন ইসলাম, সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন, লন্ডন প্রবাসী সোয়েব আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিন, নাঈমুর রহমান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে মানবিক কার্যক্রমে পৃষ্টপোষকতার জন্য লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মুকিত মিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সানডেসিলেটডটকম /২৭ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি