ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশের নির্যাতনে’ নিহত রায়হান আহমদ হত্যায় জড়িতদের সবাইকে দ্রুত সময়ে গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক। এসব দাবিতে আজ শনিবার দুপুরে নিহত রায়হানের বাড়ীতে বৃহত্তর আখালিয়া (১২ হামছায়া) সংগ্রাম পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে আহবায়ক মখলিসুর রহমান কামরান বলেন, আমরা চাই ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হোক। একই সাথে পিবিআই’র প্রতি আমরা আস্থা রাখতে চাই। কারণ পিবিআই আমাদের জানিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত হবে। আর যদি মামলার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আবারও দেশবাসীকে নিয়ে আন্দোলন করবো। রায়হান আহমদ হত্যায় জড়িতদের মধ্যে সন্দেহভাজন প্রধান আসামী এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ জন গ্রেফতার হয়েছে । এজন্য পিবিআই ও জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, সিলেটের ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডের তদন্তে যদি কোন শৈথিল্য বা অবহেলা থাকে তাহলে সিলেটবাসী কাউকে ক্ষমা করবেন না। রায়হান হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরােধ পুরাে সিলেটবাসী ন্যায় বিচারের আশায় আপনাদের দিকে চেয়ে আছে। মামলার তদন্তে গাফিলতি হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা।
পূণ্যভূমি সিলেট হযরত শাহজালাল (র.), হযরত শাহপরাণ (র.) ও ৩৬০ আউলিয়ার পদস্পর্শে ধন্য পবিত্র এই মাটিতে অপরাধ করে অতীতে কেউ-ই পার পায়নি। রায়হান হত্যাকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের পবিত্র মাটিতে হবেই হবে। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বৃহত্তর আখালিয়ার বারাে হামছায়াবাসীসহ সিলেটের।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি