ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ স্থগিত হয়ে গেলো এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। করোনার কারণে মেলার ২৬তম আসর স্থগিত করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান মেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। এ বছর আবার মেলা আয়োজন করা গেলে আমরা জানাবো।
ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের মেলা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ মেলা শুরু হবে। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেননি।
তাই করোনার ঝুঁকি বিবেচনায় নিয়ে মেলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন।
এবার করোনার কারণে সেটা পিছিয়ে গত ১৩ ডিসেম্বর ইপিবির বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) মেলা উদ্বোধন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠায় ইপিবি।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি