ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনার টিকা নেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, টিকা নেওয়া শেষে সবাইকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ ছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি