সানডে সিলেট ডেস্ক: বুধবার, ২৪ জুন ২০২০ : সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার (২২ জুন) রাত ৯টায় পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর প্রকাশ নূর মিয়া (৪০) সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার প্রয়াত সালাউদ্দিনের ছেলে।
জিজ্ঞাসাবাদে আসামি জেল হাজতে আটককৃত আসামি জয়নাল, শাকিবুল মিয়া ওরফে শাকিল, মো. আবুল প্রকাশ জামালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায়সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে।