ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে মহিলা সংস্থা পরিচালিত তথ্য আপা প্রকল্পের সিলেটের ১৩ উপজেলার তথ্যসেবা কর্মকর্তাগন।
সোমবার(২৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ জাতীয় মহিলা সংস্থা সিলেট শাখার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় মহিলা সংস্থা সিলেট শাখার চেয়ারম্যান হেলেন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী অধিকার বাস্তবায়নের লক্ষে সারা দেশে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে ২য় পর্যায়ে ৪৯০টি উপজেলায় নারীদের তথ্যসেবা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন।
সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের তথ্যসেবায় যারা কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অধিকার জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য সালমা বাছিত, মহিলা সংস্থা সিলেটের মাঠ সমন্নয়কারী মো. আব্দুল লতিফ, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহায়ক এনাম আহমদ।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোখসানা আক্তার, ওসমানী নগর উপজেলার রুহানী আক্তার, জৈন্তাপুর উপজেলার তাসলিমা, গোয়াইনঘাট উপজেলার জান্নাতুল মাওয়া, জকিগঞ্জ উপজেলার রিক্তা রানী সরকার, দক্ষিন সুরমা উপজেলার নুরুননাহার বিউটি, সিলেট সদর উপজেলার মরিয়ম আক্তার, বিয়ানীবাজার উপজেলার মোছা. শিউলী বেগম, বালাগঞ্জ উপজেলার আশরাফুন্নাহার, গোলাপগঞ্জ উপজেলার নাজরিন আক্তার, বিশ্বনাথ উপজেলার জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কানাইঘাট উপজেলার সেলিনা পারভীন প্রমুখ।
সানডেসিলেট২৪ডটকম/২৩ নভেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি