সানডে সিলেট:বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ : জাতীয়ভাবে ‘শিশু পুরস্কার প্রতিযোগিতা’-২০১৯ এ মুক্তাক্ষরের ৩ শিক্ষার্থী জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে ও মনিপুরী নৃত্যে প্রথম স্থান অর্জন করেন মনোরমা ধৃতি। আবৃত্তিতে ২য় স্থান অর্জন করে সেজুঁতি তরপদার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণে সেভেন স্টার হন সাদমান সাকিব নাবিল।
তারা তিনজনই মুক্তাক্ষরের শিক্ষার্থী। এর আগেও ২০১৮ সালে সেজুতি তরফদার প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে জাতীয় পর্যায়ে ২য় হয়।
নাবিল গেল বছলে মার্কস ওলরাউন্ডে ২য় ও অভিনয়ে ৪ বার জাতীয় পুরস্কার অর্জন করে।