ঢাকা ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আক্তারুজ্জামান আক্তার মোঃ আক্তার হোসেন চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মো. মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।
প্রথমবারের মতো এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে ভোট দেয়া শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এই পৌরসভায় মোট ২৮ হাজার ৬৪২ ভোটের মধ্যে ১৮ হাজার ১৮৮ ভোট প্রয়োগ হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভার ভোটার ২৮ হাজার ৬শ’৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ এবং নারী ভোটার ১৪ হাজার ২শ’ ৫০জন। মোট ভোট কেন্দ্র ১২টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ দল বেঁধে ভোট দিয়েছেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি