সুনামগঞ্জ প্রতিনিধি: : বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ : ছাতকে টিলা কেটে পাথর উত্তোলনের সময় এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জাহাঙ্গীর আলম (১২)। সে হাদা-চাঁনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় এবং সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিন নগর গ্রামের আফিজ আলীর ছেলে।
ঘটনা ঘটেছে আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ছাতক উপজেলার ইসামপুর ইউনিয়নের হাদা-টিলায় গ্রামের ইয়াছিন আলীর পুত্র আলালের গর্তে।
ঘটনার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে টিলা কাটার মালিক ও শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া জানান- টিলা কেটে উত্তোলিত পাথর ট্রলি দিয়ে পরিবহনের সময় অসাবধানতাবশতঃ ট্রলি থেকে ছিটকে পড়ে শিশুটি মারা গেছে।