ঢাকা ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা কনফারেন্স হলে পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের পরিচালনায় পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী যাচাই বাছাইয়ের লক্ষ্যে পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। মনোনয়ন প্রত্যাশী ৬জন হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট আজমল আলী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা পৌর কাউন্সিলর, জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম।
এছাড়াও উপজেলা ও পৌর এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি