ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের পক্ষে গণসংযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে পৌর সদরের বিভিন্ন আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ফয়সল আহমদ চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল পর্যায়ের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। ভোটের বাতাসে দুলছে সোনালী ধানের শীষ। এ অবস্থায় ভোট যাতে ছিনতাই না হয় এ ব্যাপারে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সচেতন থাকতে হবে। এই সরকারের আমলে অতীতেও ভোট লুন্ঠন হয়েছে। বিভিন্ন নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনতাই করতে দেখেছেন দেশের মানুষ। গোলাপগঞ্জে কিছুতেই তা হতে দেয়া যাবেনা।
তাই দেশের স্বার্থে দশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাই গোলাপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে ৩০ জানুয়ারি ভোট দিয়ে বিজয়ী করুন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, গালাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, নোমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, আশফাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মসিউর রহমান মুহি, বিয়ানিবাজার পৌর আহবায়ক কমিটির সদস্য আবু নাসের পিন্টু, কবির আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি