ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
সানডেসিলেট ডেস্কঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে সার্বিক উন্নয়নে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গরীব অসহায় মানুষদের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেক হাসিনা।
শনিবার সকালে দক্ষিণ সুরমার উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে দক্ষিণ সুরমার শিববাড়ী জৈনপুরে বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী নেতা গোলাম কিবরিয়া (হীরা মিয়া) ও তার ছেলে নাসিম মিয়া সহ যুক্তরাজ্য প্রবাসী আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতায় গরিব অসহায় পরিবারে মধ্যে চাউল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী নেতা গোলাম কিবরিয়া (হীরা মিয়া) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি