ঢাকা ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী গঞ্জু সমাজ সেবক ফোরামের উদ্যোগে সোমবার কমলগঞ্জে সফল ব্যক্তিবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি করুনা গঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, গুণীব্যাক্তিদের সম্মান করলে আপনাদেরকেও মানুষ সম্মান করবে। সমাজের যে সকল গুণী ব্যাক্তিরা আছেন তাদেরকে আমাদের মন থেকে সম্মান দেয়া উচিত। একজন ব্যাক্তিকে সম্মান দিলে নিজেও সম্মানিত হওয়া যায়। তাই যার যার অবস্থান থেকে গুণী ব্যাক্তিদের সম্মান দেওয়া গুরুত্ব বলে মনে করি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এ.এস.এম আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, সিলেট মহানগর যুবলীগ নেতা মাজহারুল আলম মাসুম, টংগি কলেজ ছত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী বাহার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সনজয় পাশী জয়, শমসেরনগর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, মৃতিঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরী প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি