ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
কবিতা :- গহরপুর দেওয়ান বাড়ি
কলমে :-দেওয়ান এহছান কবির
অহেতুক ছুটেছি এক অজানার পিছনে
যেখানে আছে শুধু স্বপ্নের নুপুর,
আমার প্রিয় গ্রামের, রাখালের সেই বাঁশির সুর
পাইনি কোথাও এতো মধুর ।
গ্রাম থেকে শহর, পাড়ি দিয়েছি তারপর
দেশ হতে বিদেশ, কেটেছে অনেকগুলো বছর,
মনে পড়ে বাবার হাত ধরে চলা, বাগান বাড়িতে লুকোচুরি খেলা
গোলাভরা ধান, আম কাঁঠালের গন্ধ সচরাচর।
স্বপ্নের পিছনে ছুটে, আজ কোথায় যেন হারিয়ে গেছি
কত রাত কেটে গেছে, দেখিনি ভোর,
মনে হয়, সব ছেড়ে চলে আসি
যেথায় আমার মা, গুনছে প্রহর, কোন এক দুপুর ।
গ্রামের সুন্দর চিত্র বৈচিত্রে ঘেরা, হই আত্মহারা
যেন সব সুখ খুঁজে পাই, তারই মাঝে ভাসিয়ে তরী,
যেথায় আমার জননী, মাতৃভূমি, খেলার সাথী, শৈশবের কাহিনী
আমি ধন্য, নিয়ে জন্ম, গহরপুর দেওয়ান বাড়ি ।
———//——-
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি