ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। শারীরিক সুস্থতার অন্যতম উৎস্য হচ্ছে খেলাধুলা।
১৫ ডিসেম্বর রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্মৃতি সংসদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমি দেশের জাতীয় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বীর সন্তানেরা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বিজয়ের মাসে এ ধরনের ক্রীড়ামূলক অনুষ্ঠান প্রসংশার দাবিদার। তিনি সমাজের অন্যান্য সামাজিক সংগঠন সহ সকলকে এ ধরনের আয়োজন করার জন্য আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্মৃতি সংসদের আহ্বায়ক হাজী আব্দুর রকিব বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, রেজাউল হক রাসেল, আবু বক্কর সেলিম, রমিজ উদ্দিন, এনামুল হক এনাম।
অন্যান্যের মধ্যে সিলেট মহানগর সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক আব্দুল খালিক লাভলু, আফজল হোসেন কিরণ, সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সানডেসিলেটডটকম /১৭ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি