ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচলের দাবিতে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী গ্রহণ করা হয়। ৫ জানুয়ারি (মঙ্গলবার) সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জিন্দাবাজার এলাকার সবকটি শপিং মলে গিয়ে ব্যবসায়ীদের স্বাক্ষর গ্রহণ করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বরেন, সিলেট মহানগরীর সবচেয়ে ব্যস্ততম রাস্তা কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যানগাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে বিভিন্ন বিপনী বিতান, শপিং মল, মার্কেট সমূহে ব্যবসা-বাণিজ্যে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এমনকি ক্রেতা সাধারণের যাতায়াতে পণ্য পরিবহনে ভোগান্তি দেখা দিয়েছে। কোভিড-১৯ করোনা ভারাইস মহামারি পরিস্থিতিতে ব্যবসায়ীরা এমনিতেই বিপর্যস্ত, এমতাবস্থায় রিক্সা চলাচল বন্ধ হওয়ায় আরও বিপর্যয়ের মধ্যে পড়েন। পুণরায় রিক্সা চলাচলের দাবিতে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুকরিয়া মার্কেট, কাজী ম্যানশন, ব্লু-ওয়াটার শপিং সিটি, সিটি সেন্টার, সিলেট মিলেনিয়াম, রাজা ম্যানশন, লতিফ সেন্টার, মধুবন সুপার মার্কেট সহ বিভিন্ন মার্কেটে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম, যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ হোসেন, সাজওয়ান আহমেদ, গোলাম কিবরিয়া মাসুক, শহিদুল হক, লিটন চন্দ্র পাল, বাবুল আহমদ, এনামুল হক এনাম, কামাল উদ্দিন, শাহিন আহমদ, সদস্যবৃন্দের মধ্যে মাসুদ হোসেন খান, জুয়েল তালুকদার, হারুন লোদী, অলিউর রহমান, ফয়জুর রহমান, রফু মিয়া, রাহেল আহমদ, মোঃ রুপন খান, মোঃ মারুফ হোসেন, দেলওয়ার হোসেন, তানভীর হোসেন রহিম, গুলজার খান, মোঃ তুরন মিয়া, ফরহাদ হোসেন, রাসেল আহমদ, আবু বকর টিটু, জুবের আহমদ, গুলজার আহমদ, জি.ডি রুমু, মোঃ হাসিব প্রমুখ।
আগামীকাল বুধবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ নজরুল ইসলাম।
সানডেসিলেটডটকম /০৫ জানুয়ারি/ রাই
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি