সানডে সিলেট ডেস্ক: শনিবার, ২০ জুন ২০২০ : সিলেটের কোম্পানীগঞ্জে দুই কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার গুরকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রহিম উদ্দিন (৩২) সিলেটের গোয়াইনঘাটের গুরকচি গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।