সানডে সিলেট ডেস্ক: মঙ্গলবার, ০৯ জুন ২০২০ : সিলেটের কোম্পানীগঞ্জে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) রাতে উপজেলার রস্তুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দুটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফয়জুর রহমান (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জের নারায়নপুর গ্রামের প্রয়াত মো. নচ্ছিমুল্লাহর ছেলে ও মো. রুজেল মিয়া (২২) সিলেটের কোম্পানীগঞ্জের পাওরা নোয়াগাও গ্রামের প্রয়াত গেদা মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।