ঢাকা ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ১৫৩ ভোটরে ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়াকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ পেয়েছেন ২হাজার ৯৯৪ ভোট এবং বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট।
পৌরসভায় সকাল ৮ থেকে ভোট দেয়া শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এই পৌরসভায় মোট ২০হাজার ৭৫৯ ভোটের মধ্যে ১৪ হাজার ৮১০ ভোট প্রয়োগ হয়। মোট ভোট কেন্দ্র ০৯টি।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি