মৌলভীবাজার প্রতিনিধি : মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ সুহেল রানা মনাক্কা নামের এক ব্যক্তিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন থেকে তাকে আটক করেন কুলাউড়া থানার এএসআই নাদিমের নেতৃত্বে পুলিশের একটি দল।
আটক মনাক্কা একই ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, আটক মনাক্কার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।