ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের সদর উপজেলার কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে সংস্কার কাজ করার সময় এক শ্রমিক গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ দূঘর্টনা ঘটেছে।
প্রত্যক্ষদশীরা জানান, শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিডের আওতাভুক্ত কুমারগাঁও উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে মেরামত কাজ শুরু করে একদল শ্রমিক। বিকেল পৌনে ৫টার দিকে বিদ্যুস্পৃষ্ট হন একজন শ্রমিক। এসময় একজন নিচে পড়ে গিয়ে নিচের একটি লোহার গেইটের উপরাংশের ধারালো রড শ্রমিকের পিঠে ঢুকে যায়।
শাকিল আহমদ (২২) নামের এই শ্রমিক বর্তমানে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
এ বিষয়ে ওসমানী হাসপালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই ওমর ফারুক জানান, আহতের নাম শাকিল আহমদ(২২) । তিনি ওসমানী হাসপাতালের চার তলার ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কাজনক না হলেও শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী নূর মো. তারেক বলেন, শনিবার বিকেলে মেরামত কাজের সময় এক শ্রমিক নিচে পড়ে গিয়ে পিঠে রড ঢুকে যায়। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় কেউ মারা যাননি এবং একজনই আহত হয়েছেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি