ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ কানাইঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী লুৎফুর রহমান নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতিক নিয়ে দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থী সুহেল আমিন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট। নারিকেল গাছ প্রতিক নিয়ে বর্তমান মেয়র নিজাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।
চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলার কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জানা যায়, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৮৮০ জন ও নারী ৯ হাজার ৫৪৭ জন। ৯টি ভোটকেন্দ্রের ৫৭টি ভোটকক্ষে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি