ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
সানডেসিলেট প্রতিবেদকঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সোমবার করাচি যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তার আগে নিয়ম অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে দুই দফায় পজিটিভ এসেছে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল।
পিএসএলের প্লে অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর। সেখানে তো যেতে পারছেনই না, বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদউল্লাহ জানালেন, পজিটিভ হওয়ায় নিজেও বিস্মিত তিনি।
“ পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।”
“ পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি যদি, সেই আশা করছি।”
গত ২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্ট’স কাপে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহর দল। টুর্নামেন্টের অন্য সবার মতো তিনিও ছিলেন জৈব-সুরক্ষা বলয়ে। টুর্নামেন্ট শেষে কয়েকদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন তিনি অনুশীলন করতে।
বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের রুটিন করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। শুক্রবার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করতে ব্যাপক জনসমাগমের মধ্যে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফল নেগেটিভ আসায় সোমবার তার ফিটনেস পরীক্ষা হবে বিসিবিতে।
সানডেসিলেটডটকম/০৮ নভেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি