সানডে সিলেট ডেস্ক
হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কিশোরের পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওই কিশোর মারা যান। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের ১৭ বছরের এক কিশোর সর্দি, জ্বর ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর তাকে সিলেটে রেফার্ড করা হয়। তবে, পরিবারের সদস্যরা তাকে সিলেটে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যান। সেখানে সে মারা যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আসার আগ-পর্যন্ত বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ/বা