সানডে সিলেট ডেস্ক: শনিবার, ২১ মার্চ ২০২০ : করোনাভাইরাস মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সিরিয়াস হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কায় নামাজের জামায়াত স্থগিত করা হয়েছে। তার মানে বিষয়টি কতটি সিরিয়াস।
আমি বলব, সবাই সিরিয়াস হোন। এর মাধ্যমে আশা করি আমরা এই ভাইরাস মোকাবিলা করতে পারব।